Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নোয়াখালীতে জমে উঠেছে ঈদের বাজার

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


নোয়াখালী ব্যুরো : নোয়াখালীতে এবার ঈদের বাজার বেশ জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহ থেকে ক্রেতারা বিভিন্ন মার্কেটে ভিড় করছে। উল্লেখ্য, নোয়াখালীর অন্তত আট লক্ষাধিক অধিবাসী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। সে সুবাদে দুই ঈদে প্রবাসীরা শত শত কোটি টাকা আতœীয় স্বজনের কাছে প্রেরণ করে থাকে। ফলে নোয়াখালীতে ঈদের বাজার বরাবর জমজমাট থাকে। বিশেষ করে জেলা শহর থেকে শুরু করে প্রতি উপজেলার মার্কেটগুলোতে ক্রেতা সাধারনের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এবারের ঈদে বিশেষ আকর্ষণ নোয়াখালী সুপার মার্কেট। প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার মার্কেটটি পশ্চিমা আদলে নির্মিত হয়েছে। পাঁচ তলা বিশিষ্ট মার্কেটিতে ৫৩৫টি দোকান রয়েছে। ক্রেতা সাধারনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত সুপার মার্কেটিতে এক্সেলেটর ও কাপসুল লিফট, শিশু পার্ক, ফুড কোর্ট, বিভিন্ন ব্রান্ডের সুপার চেইন শপসহ যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে তারা জানায়, যাবতীয় সূযোগ সুবিধা সম্পন্ন মাকেটিতে জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে। নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকরাম উল্লা ডিপটি জানায়, উদ্বোধনের পর মাত্র এক মাসের মধ্যে আমরা ক্রেতা সাধারণ থেকে ব্যাপক সাড়া পেয়েছি তেমনিভাবে ক্রেতা সাধারণের কথা বিবেচনা করে আগামীতে আরো সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ