Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে এলাকাবাসীর সেবক মনে করেন আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আইন মন্ত্রী আনিসুল হক তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার জনগণের উদ্দেশে বলেছেন, আমি নিজেকে সব সময় আপনাদের সেবক মনে করি,  নেতা নয়। তাই আমি আপনাদের পাশে  থেকে সবসময়ই আপনাদের সেবা করে যাবো। গতকাল শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তনে)ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী দেশবাসী বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তাঁর আত্মীয়- স্বজন ও এলাকাবাসী যারা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাঁদের শান্তি কামনা করেন।
এর আগে মন্ত্রী অনুষ্ঠানে আগত কসবা উপজেলার প্রত্যেকের কাছে গিয়ে সালাম বিনিময় ও করমর্দন করেন।  ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রæপের চেয়ারম্যান মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ, এডভোকেট  মো. আনিছুল হক ভঁইয়া, এডভোকেট রাসেদুল কাওছার ভুঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম ও সমিতির উপদেষ্টা মো. শাহজাহান ভঁইয়াসহ অন্যরা বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ