Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমীরাতে ৩২টি তাঁবুতে ইফতার বিতরণ

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আরব আমীরাতে চলতি রমজানে আনুমানিক ৫৫ লাখ বিনা মূল্যের ইফতার বিতরণ করা হচ্ছে। এটা সমগ্র ফিনল্যান্ডের নাগরিকদের খাওয়ানোর সমান। সরকারি সংস্থাসমূহ, অলাভজনক দাতব্য সংস্থা প্রতিষ্ঠানসমূহ, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের মানুষ রমজানে দিন শেষে ইফতারে মিলিত হন। এ ধরনের ইফতার আয়োজনের সবচেয়ে ভাল স্থান হচ্ছে আবাসিক এলাকার সন্নিকটে কোন মসজিদের পাশে তাঁবু টানিয়ে। আরব আমীরাতের অন্যতম পুরনো দাতব্য দার আল-বের সমগ্র দেশে ৩২টি তাঁবু স্থাপন করেছে। সংস্থার উপ-পরিচালক হিশাম আল-জাহরানী এর সঙ্গে কাজ করছেন ১৯৯৯ সাল থেকে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ইফতার সংগ্রহ ও বিতরণের হার বেড়েই চলেছে। চলতি বছর আমরা এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন করেছি। কেন এমনটা হচ্ছে, তার একটা কারণ আছে জাহরানীর কাছে। তিনি বলেন, এর কারণ হচ্ছে, এটি পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট শেখ খলীফা বিন জায়েদ আল-নাহিয়ানের সুযোগ্য নির্দেশনায় এবং আরো কারণ হচ্ছে রমজান দানের মাস। আরব আমীরাতের লক্ষ্য পূরণে জনগণ যে আন্তরিকতার সাথে এগিয়ে আসছে তার প্রশংসা করি। প্রথম যে বছর আমরা কাজ শুরু করি সে সময় প্রতিদিন ৩ হাজার ইফতার বিতরণ করতাম, কিন্তু এখন প্রতিদিনি বিতরণ করছি ১১ হাজার ৫শ’ খাবার। আমাদের ছোট তাঁবুতে ১শ’ জনের ব্যবস্থা রয়েছে আর বড়টিতে ২ হাজার ৫শ’ জনের। যে কেউ এসে আমাদের এখানে ইফতারে শরিক হতে পারে, চায় সে রোযাদার হোক বা না হোক, মুসলিম হোক বা না হোক। এটাই হচ্ছে রমজান মাসের মাহাত্ম্য। ইফতারে থাকে পানি, জুস, দুধ, ফল, খেজুর আর কখনও বা বিরিয়ানির মতো কোন খাবার। তাদের বিনা মূল্যের ইফতারে সাড়া ব্যাপক। সূত্র : গালফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইফতার

২২ এপ্রিল, ২০২২
১৮ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ