Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে ছিন্নমূল মানুষের সম্মানে জেলা যুবলীগের ইফতার

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রোজাদারদের খেদমতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতৃবৃন্দ নরসিংদী রেলস্টেশন প্লাটফরমে ছিন্নমূল মানুষসহ এলাকার গরীব দুঃখী মানুষের সম্মানে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে। প্লাটফরমে সারিবদ্ধভাবে বসিয়ে সহশ্রাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী এবং সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ সারিতে বসা মানুষদের মধ্যে নিজ হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুবলীগের বহুসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এর আগের দিন নরসিংদী স্টেডিয়াম প্যাভিলিয়নে নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে জেলা যুবলীগ। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এছাড়া বক্তৃতা করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ