বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল চিকিৎসককে এই কর্মসূচি পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দ।
বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন শনিবার এক যুক্ত বিবৃতিতে পূর্বঘোষিত এ কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখতে বলেন।
সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় সংগঠনের পক্ষ থেকে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদ সভা, কালব্যাচ ধারণ, মানবন্ধন ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।