বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির সদস্য আল-আমিনের হত্যাকারীর ফাঁসির দাবিতে গতকাল সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা। জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি অ্যাড. ফেরদৌস জামিল টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সদস্য আবুল কালাম আজাদ শ্রমিক ফেডারেশনের জেলার সহ-সভাপতি সিরাজুর রহমান খান, সদস্য আকবর আলী লালু, নিহত আল-আমিনের ছোটভাই আলাউদ্দিন, আল-আমিনের পিতা আবদুল ওহাব।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় তারাবির নামাজ পড়ে বের হলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের ওপর হামলা চালায় সন্ত্রাসী আবদুল মালেক ও জাহাঙ্গীর। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেদিন রাতে রাজপাড়া থানায় আল-আমিনের পিতা বাদি হয়ে আবদুল মালেক ও জাহাঙ্গীর আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি রাজশাহী দ্রæত বিচার ট্রাইবুনালে বিচারাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।