Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বাহিনী প্রধানের ফ্রান্স গমন

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি ফ্রান্সের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আন্দ্রে লানাটা এর আমন্ত্রণে গতকাল শনিবার ৫ দিনের এক সরকারী সফরে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিতব্য ‘দি ফিফটি সেকেন্ড ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো’-এ অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ঐ দেশের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাতসহ বিমান প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। তাছাড়াও তিনি বিমান প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানীর প্যাভেলিয়ন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ