Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাক হওয়ার পর আইসিটি বিভাগের ওয়েবসাইট মুক্ত

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হওয়ার পর তা মুক্ত করা হয়েছে। দুই ঘণ্টা হ্যাকারদের কবলে থাকার পর গতকাল (শনিবার) দুপুর আড়াইটার দিকে ওয়েবসাইটটি মুক্ত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায় ওয়েবসাইটটি হ্যাক করা হয় এবং বিষয়টি নজরে আসলে বিভাগের প্রচেষ্টায় মাত্র দু’ঘন্টার মধ্যে হ্যাকারের কবল মুক্ত করা হয়। ফলে বিকাল সাড়েটা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাত্র দু’ঘন্টায় নিজস্ব ওয়েবসাইটটি পুনঃউদ্ধারের মাধ্যমে দেশের ডিজিটাল মাধ্যম ও অবকাঠামো কেন্দ্রিক সক্ষমতা অর্জনের বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে বলেও বিভাগের পক্ষ থেকে মনে করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিদেশী রাষ্ট্র থেকে এই আক্রমণ করা হয়েছে এবং সুনির্দিষ্ট আক্রমণটি চিহ্নিত করতে তা আরও অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে। আইসিটি ডিভিশনের ওয়েবসাইটিতে আজকের এই আক্রমণের ফলে ওয়েবসাইটটিকে আরও বেশী আকারে সুরক্ষিত রাখতে এখন থেকে আরও বেশী মাত্রায় সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জন-সংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের। ডিজিটাল মাধ্যম ও অবকাঠামোগুলোর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া বলেই আইসিটি ডিভিশন বিশ্বাস করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ