Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্চশিক্ষায় বাংলা ভাষা ব্যবহার করতে হবে -ঢাবি ভিসি

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

শহীদুল্লাহ হলের বর্তমান নাম ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলা ভাষায় উচ্চশিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে সভাপতির অভিভাষণে তিনি এই গুরুত্বারোপ করেন।
অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনসহ সিনেট সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, চীনা,জাপানি,জার্মান সহ বহুজাতি তাদের মাতৃভাষায় উচ্চশিক্ষা গ্রহণ করছে। কিন্তু কেন জানি না, আমাদের শিক্ষকসমাজ এক ধরনের জড়তাকে জড়িয়ে ধরতে পছন্দ করেন। আহরিত জ্ঞান মাতৃভাষায় পরিবেশন করতে তাদের কুন্ঠার শেষ নেই। এসময় তিনি সত্যেন বোসের উদ্ধৃতি দিয়ে বলেন, “বাংলাভাষার মাধ্যমে যারা বিজ্ঞান চর্চায় ভয় পান , তার হয় বিজ্ঞান বোঝেন না অথবা বাংলা ভাষা জানেন না।” এসময় তিনি বিজ্ঞানের শিক্ষকদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য জেগে উঠতে ও সচেষ্ট হতে বলেন। এবং বলেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দৃষ্টান্ত স্থাপন করবেন অন্যত্র তা গৃহীত ও অনুশীলিত হবে।
এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একান্তভাবেই বিশেষায়িত ও উচ্চতন শিক্ষা। দেশের জন্য মানবসম্পদ তৈরিই উচ্চশিক্ষার মূল লক্ষ্য। আমাদের প্রত্যাশা শিক্ষার্থীদের মানসিকতার পরিবর্তন ঘটানো। বিশ্ববিদ্যালয় কোন অবস্থাতেই বাণিজ্য কেন্দ্র নয়, এটা আমাদের উপলব্ধি করতে হবে।
উপাচার্যের অভিভাষণের পর অধিবেশনে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, আমাদের মত উন্নয়নশীল দেশে প্রকৃত মেধা লালনের জন্য উচ্চশিক্ষায় ব্যয়ের সিংহভাগ অবশ্যই সরকারকে বহন করতে হবে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন কোর্সের মাধ্যমে শুধু ব্যক্তিগত লাভের আশায় নি¤œমানের গ্র্যাজুয়েট তৈরী করছে। ১৯৭৩ সালের অধ্যাদেশের অপব্যবহার করে এক শ্রেনীর শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করছেন। অবশ্য আশার বিষয় হলো এইসব বিভাগ আমাদের মোট বিভাগের ১০% ও নয়। তবে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সীমিত পর্যায়ে সান্ধ্যকালীন কোর্স রাখা যেতে পারে তবে তার ছাত্র সংখ্যা যেন নিয়মিত ছাত্রের চেয়ে বেশি না হয়।
উপাচার্য ও কোষাধ্যক্ষের বক্তব্যের পর ২০১৬-১৭ এর সংশোধিত বাজেট ও প্রস্তাবিত ২০১৭-১৮ এর বাজেট অনুমোদনের জন্য সিনেট সদস্যদের সম্মতিতে পাশ করা হয়।
এ সময় সিনেট সদস্যদের সম্মতিতে ঢাবির বর্তমান শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করা হয়। উপাচার্য বলেন হলের শিক্ষক ও ছাত্রদের পরামর্শের ভিত্তিতে এ নাম পরিবর্তন করা হয়েছে। ইতপূর্বে শহীদুল্লাহ নাম দিয়ে কোন শহীদুল্লাহ তা বুঝা যেতনা ফলে এখন এই নাম পরিবর্তনের ফলে নির্দিষ্ট করে বুঝা যাবে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ