Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ঘরমুখো মানুষের প্রথম পছন্দ ইউএস-বাংলা এয়ারলাইন্স

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইউএস-বাংলা এয়ারলাইন্স আসন্ন ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ সকল রুটে সিডিউল ফ্লাইট ছাড়া ৪০টির অধিক অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ঈদ পূর্ববর্তী ১৬ জুন থেকে ঈদ পরবর্তী ৩০ জুন পর্যন্ত অতিরিক্ত ফ্লাইট গুলো ঢাকা থেকে বরিশাল, রাজশাহী, সৈয়দপুর ও যশোর রুটে পরিচালিত হবে। অতিরিক্ত ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে পরিচালিত হবে। ইতিমধ্যে সিডিউল ফ্লাইট এর ৯০ শতাংশের উপর ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রী সাধারন বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, যশোর, সিলেট ও চট্টগ্রামের টিকেট সংগ্রহ করেছে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট গুলোর প্রায় ৮০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে । এছাড়া ঈদ পরবর্তী ঢাকামুখী ফ্লাইটগুলোর টিকেট ও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ঈদ পরবর্তী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার রুটের সকল ফ্লাইট এর টিকেট বিক্রিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঢাকা-কক্সবাজার রুট ৭৬ আসনের ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ছাড়াও ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে। অভ্যন্তরীণ রুটের ন্যায় ঈদ পরবর্তী আন্তর্জাতিক রুটে রয়েছে পর্যটকদের আধিক্য। বিশেষ করে কলকাতা, কাঠমান্ডু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটে প্রায় সব ফ্লাইট এর টিকেট ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ