Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ প্রযোজনার সিনেমার বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের কঠোর হুশিয়ারি

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নিয়ম-নীতি না মেনে যৌথ প্রযোজনার নামে ভিনদেশি চলচ্চিত্র মুক্তি দেয়াকে কেন্দ্র করে কঠিন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠন। গতবৃহ¯পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত শিল্পী সমিতির ইফতার শেষে এই কথা জানান, সমিতিটির সভাপতি মিশা সওদাগর। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পীদের সমিতির সহসভাপতি রিয়াজ, সাধারণ স¤পাদক জায়েদ খান, কার্যকরী সদস্য সাইমন সাদিক, পপি ও ইমন। মিশা বলেন, যৌথ প্রযোজনায় নিয়ম মানতে অনেক অনুরোধ করা হয়েছে। কিছুতেই কোনো কাজ হচ্ছে না। বরং আমাদের অনুরোধের মনোভাবকে দুর্বলতা ভেবে কুচক্রী মহল কথা বলে যাচ্ছেন, কর্মকান্ড করে যাচ্ছেন। অত্যন্ত বেদনার বিষয় এই যে, এইসব ভিনদেশি সিনেমার দালালদের দোসর হয়েছেন আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা কিছু মানুষ। এটা শুধু বেদনারই নয়, লজ্জারও। তিনি আরও বলেন, যেহেতু দেশের সিনেমা ধ্বংসকারীরা অর্থ ছিটিয়ে সবকিছু প্রভাবিত করছে তাই আমরা আর চুপ করে থাকবো না। আর কোনো ছাড় দেয়া হবে না। আমরা কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিকে রক্ষার চেষ্টা চালাবো।
সহসভাপতি রিয়াজ বলেন, আমরা আর ঘরে বসে থাকবো না। ইন্ডাস্ট্রির এই বেহাল দশা কাটাতে প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করবো। ইন্ডাস্ট্রির সকল সম্মানীত সিনিয়ররা আমাদের সাথে রয়েছেন। এই সিনেমা শিল্প ধংসের ষড়যন্ত্রে সরকারের উচ্চ পর্যায়ের লোকরাও জড়িয়ে গেছেন। তাই এই বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের বিকল্প নেই। আমরা রবিবার তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবো। শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে কেউ ধংস করতে পারবে না। সকল ষড়যন্ত্রকারীদের রুখে দেয়া হবে কঠিন আন্দোলনের মাধ্যমে। আমার দেশের শিল্পী ও কলাকুশলীদের উপোস রেখে অন্যদের পেট ভরাতে এই ইন্ডাস্ট্রি ও এ দেশের সিনেমা হল ব্যবহার করতে দেয়া হবে না।



 

Show all comments
  • Md Rejaul Karim ১৮ জুন, ২০১৭, ১১:৩৫ এএম says : 0
    atai thik hobe
    Total Reply(0) Reply
  • BABUL ১৮ জুন, ২০১৭, ১:৩৭ পিএম says : 0
    ALL ARE GOOD FOR NOTHING.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ