Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইত্যাদিতে নৃত্যজুটি শিবলী-নিপা ও শতাধিক শিল্পী

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ‘ইত্যাদি’র নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, নাচের মুদ্রা, বিষয়, চিত্রায়নে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টা রয়েছে। ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেখানে নাচের প্রচলিত ধারার বাইরে বিষয় ভিত্তিক নাচ করা হয়। এবারের নাচটিতেও রয়েছে ব্যাপক আয়োজন এবং সমসাময়িক বিষয়। ‘ঈদে ঘরমুখী মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’ এই বিষয় নিয়ে এবারে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ করা হয়। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। উল্লেখ্য ইত্যাদিতে প্রতিটি নাচের জন্য নুতন নুতন মিউজিক করা হয়। বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মিউজিক করা হয় বলে দর্শকরাও পান নতুনত্বের স্বাদ। এছাড়াও পরিবেশনায়ও থাকে বৈচিত্র্য। ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত এই নাচটি তার চেয়ে ব্যতিক্রম। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। শিবলী-নিপাসহ অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক এবং স্বতঃস্ফ‚র্ত। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। এ ধরণের নুতুন বিষয়ে নৃত্য পরিবেশন করে শিল্পীরাও আনন্দিত। তাই সবকিছু মিলিয়ে বলা যায়-‘ইত্যাদি’র এবারের নাচটি বাংলাদেশের নাচের ক্ষেত্রে একটি ভিন্ন ধারার সৃষ্টি করবে। নাচটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ‘ইত্যাদি’ একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। ‘ইত্যাদি’ স্পন্সর করেছেন যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
কোনালের ঈদ চমক ঈদ মুবারাক
বিনোদন রিপোর্ট: এবারের ঈদে কোনাল গেয়েছেন একটি বিশেষ গান। ‘ঈদ মুবারাক’ নামের এই গানটির সঙ্গে শ্রোতারা খুঁজে পাবেন পবিত্র মাহেরমজান শেষে ঈদ উৎসবের কথপকোথন। যেটাকে বলা যায়, সত্যিকারের ঈদকেন্দ্রিক গান। কোনাল জানান, গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই সময়ের অন্যতম তরুণ সুরকার-সংগীত পরিচালক জেকে মজলিশ। এস আই সুমনের কথায় গানটির সুর-সংগীত মজলিশ নিজেই করেছেন। কোনাল বলেন, ‘এটি আমার কাছে আসলেই বিশেষ একটি গান। সরাসরি ঈদ বিষয়ে এমন গান আর করা হয়নি আগে। গানটি শুনলে যে কেউ ঈদের আনন্দটা অনুভব করতে পারবেন বলে আশা করছি।’ দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানার থেকে শিগগিরই প্রায় সবকটি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি মুক্তি পাচ্ছে চলতি সপ্তাহে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ