Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধ্রুব মিউজিক স্টেশন ঈদ উৎসব

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : ঈদুল ফিতর ২০১৭, উপলক্ষে ২০ রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতি ৪৮ ঘন্টা পর পর ‘ধ্রুব মিউজিক স্টেশন’ প্রকাশ করছে নতুন গান। প্রতিষ্ঠানটি তাদের এই আয়োজনের নাম দিয়েছে ‘ধ্রুব মিউজিক স্টেশন ঈদ উৎসব’। এই আয়োজনে থাকছে- বাপ্পা মজুমদার, ইমরান, কণা, জুয়েল মোর্শেদ, ওপার বাংলার শাওলী মুখার্জী, এফ এ সুমন, মুহাম্মদ মিলন ও বৃষ্টির গান। জুয়েল মোর্শেদ ও কনার কন্ঠে থাকছে ‘গার্ডেন গার্ডেন’। গানটির কথা, সুর এবং সঙ্গীতায়জন করেছেন বিবেক। ইমরান গেয়েছেন ‘গুছিয়ে রাখা শব্দ মালা’। তারিক তুহিনের কথা ও আহম্মেদ হুমায়ুনের সুরে গানটির সঙ্গীতায়জন করেছেন তরিক। ‘আহারে’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার এবং ওপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী শাওলী মুখার্জী। শাহান কবন্ধের কথায় গানটির সুর এবং সঙ্গীতায়জন করেছেন অ¤øান চত্রবর্তী। এফ এ সুমনের কন্ঠে আসছে ‘আসমানী’ মাহমুদ জুয়েলের কথা, সুর এবং সঙ্গীতায়জনে নির্মিত হয়েছে ‘আসমানী’ গানটি। মিলন ও বৃষ্টি গেয়েছেন ‘বাঁচবো বলো কী ভাবে’ মুহাম্মদ মিলনের সুরে আর এমএমপি রনির সঙ্গীতায়জনে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঈদ উৎসব নিয়ে ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ বলেন- প্রতিষ্ঠার পর থেকেই ধ্রুব মিউজিক স্টেশন বাংলা সঙ্গীতের প্রসারে কাজ করে যাচ্ছে। প্রথম বারের মতো আমরা ঈদ উদ্যাপন করছি। তাই, সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পীদের মিশেলে দর্শক-শ্রেতাদের ভালো কিছু গান উপহার দিতে। আশা করছি ধ্রুব মিউজিক স্টেশনের ঈদ উৎসবের গান গুলো দর্শক-শ্রোতাদের ঈদের বিনোদন কে আরও বাড়িয়ে দিবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ