Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে বাসচাপায় ব্যবসায়ী নিহত

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী বটতলা নামক স্থানে মনিবার দুপুরে বাস চাপায় আব্দুল ওহাব মন্ডল (৫০) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। তিনি নলডাঙ্গা ইউনিয়নের চেওনিয়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার বেলা দুইটার দিকে ওহাব মন্ডল বিষয়খালী বাজার থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী বটতলা নামক স্থানে পৌছালে একটি দ্রæতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ খবরের সত্যতা নিশ্চিত করে করেছেন।
ফেসবুকের কল্যাণে সিলিং ফ্যান
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের জন্য একটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারী ওই অফিসে কোন ফ্যান না থাকার বিষয়টি জানতে পেরে তিনি রোগীদের জন্য একটি ফ্যান কিনে দেন। শনিবার দুপুরে সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে রাজিব শেখ ফ্যানটি হস্তান্তর করেন। এ সময় পশ্চিমাঞ্চলের সিনিয়র সাংবাদিক দৈনিক নবচিত্র ও লোকসমাজের প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু, স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্যকর্মী রেহানা সুলতানা ও সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্যান পেয়ে সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ নুরুল ইসলাম বলেন, সমাজে কিছু মানুষ আছেন, যাদের সহায়তা ও দানশীলতাকে শ্রদ্ধা করার মতো। হাজারো খারাপ মানুষের ভীড়ে এমন মানুষ আছে বলেই সমাজ ও রাষ্ট্র টিকে আছে। তিনি জানান, এর আগে প্রায় অর্ধ যুগ পর ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক এলাকার কৃতি সন্তান আসিফ ইকবাল কাজলের প্রচেষ্টায় সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। তারপর সেই তিনিই তার ফেসবুক পেইজে স্বাস্থ্যকেন্দ্রের কোন রুমে ফ্যান নেই বলে স্ট্যাটাস দেন। এরপর অনেক মানুষ খবরটি পড়ে সরকারী এই প্রতিষ্ঠানে ফ্যান দেবার আগ্রহ দেখায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ