রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণের পক্ষে কচি বাদি হয়ে রাজশাহী সহকারী পরিচালক স্থানীয় সরকার ‘ডিডিএলজি’-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযোগের খবর সাধারণের মধ্যে জানাজানি হলে পৌরবাসির মধ্যে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভার ফাইলপত্র ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিন অনুসন্ধান করলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
সূত্র জানায়, স¤প্রতি তানোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারি এসোশিয়ান-এর নেতা ও তানোর পৌরসভার কর্মকর্তা কচি বাদি হয়ে মেয়রের বিরুদ্ধে রাজশাহী ডিডিএলজি’র কাছে অভিযোগ করেন। পৌরসভার বিভিন্ন দরপত্র আহবানে ঘাপলা ও মেয়র তার অনুগত ঠিকাদারদের দিয়ে নিম্নমাণের কাজ করছে, পৌরসভায় পশুহাট বসানোর নামে বিপুল টাকা ব্যয়, হাট-ঘাট ইজারা টাকা পৌরসভার ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রাখা, হাট ইজারার ৪০ ভাগ টাকা হাটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা না করা, কর্মকর্তা-কর্মচারিদের বেতনভাতা পরিশোধে গড়িমশি ও পৌরসভায় বিএনপির দলীয় কর্মকান্ড করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলর ও পৌরবাসির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। পৌরবাসি এসব বিষয়ে সরেজমিন অনুসন্ধান ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি বিশেষ মহল উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এসব করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।