Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোর পৌর মেয়রের বিরুদ্ধে ডিডিএলজি’র কাছে অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণের পক্ষে কচি বাদি হয়ে রাজশাহী সহকারী পরিচালক স্থানীয় সরকার ‘ডিডিএলজি’-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযোগের খবর সাধারণের মধ্যে জানাজানি হলে পৌরবাসির মধ্যে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর বলেন, পৌরসভার ফাইলপত্র ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিন অনুসন্ধান করলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
সূত্র জানায়, স¤প্রতি তানোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারি এসোশিয়ান-এর নেতা ও তানোর পৌরসভার কর্মকর্তা কচি বাদি হয়ে মেয়রের বিরুদ্ধে রাজশাহী ডিডিএলজি’র কাছে অভিযোগ করেন। পৌরসভার বিভিন্ন দরপত্র আহবানে ঘাপলা ও মেয়র তার অনুগত ঠিকাদারদের দিয়ে নিম্নমাণের কাজ করছে, পৌরসভায় পশুহাট বসানোর নামে বিপুল টাকা ব্যয়, হাট-ঘাট ইজারা টাকা পৌরসভার ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রাখা, হাট ইজারার ৪০ ভাগ টাকা হাটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তা না করা, কর্মকর্তা-কর্মচারিদের বেতনভাতা পরিশোধে গড়িমশি ও পৌরসভায় বিএনপির দলীয় কর্মকান্ড করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলর ও পৌরবাসির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। পৌরবাসি এসব বিষয়ে সরেজমিন অনুসন্ধান ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি বিশেষ মহল উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এসব করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ