রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মটুয়া সুবেদারী নামক এলাকায় কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের উদাসীনতায় নির্মানাধীন ব্রীজের বিকল্প সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় যান চলাচল হুমকির মুখে রয়েছে। কিছুদিন পূর্বে দেবে গিয়ে কিছু অংশ ভেঙ্গে গেলে ব্রীজটি মরণ ফাঁদে পরিণত হয়। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়োগকৃত ঠিকাদার ব্রীজ নির্মাণের কাজ শুরু করলেও চলাচলের উপযোগী করে বিকল্প সড়ক তৈরী করেনি। নামমাত্র যে বিকল্প সড়ক তৈরী করা হয়েছে সেটি সম্পূর্ণরুপে চলাচলের অনুপযোগী। ফলে উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে যানবাহন ও এলাকার মানুষ।
ট্রাক ও সিএনজি অটোরিক্সাসহ একাধিক গাড়ী বিকল হয়ে আটকে আছে বিকল্প সড়কটিতে। বিকল্প এই সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাঁটু পানি ও কাঁদা দিয়ে চলতে গিয়ে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছাগলনাইয়া উপজেলার গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। ছাগলনাইয়ার সঙ্গে করের হাট, রামগড় ও খাগড়াছড়ীর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।