Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় জমে উঠেছে ঈদ বাজার

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাইদুর রহমান, মাগুরা থেকে : আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে মাগুরার সর্বত্র জমে উঠেছে ঈদ বাজার ।ভিড় এড়াতে আগাম কেনা কাটায় ব্যাস্ত ক্রেতারা। মাগুরা শহরের দোকান গুলোতে ক্রেতাদের ভিড় সামলাতে দোকানীরা হীমসিম খাচ্ছে। শহরে মহিলাদের ভিড় দেখা যাচ্ছে বেশী। দেশী কাপড়ের তুলনায় ভারতীয় পোশাকের চাহিদা বেশি। দাম একটু বেশি হলেও চাহিদা মতো নানা ডিজাইনের কাপড় কিনতে পেরে খুশি ক্রেতারা।অপরদিকে অভাবি লোকেরা পড়েছে মহা বিপাকে। পরিবারের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে তারা হীমসীম খাচ্ছে। না পারছে চাহিদা অনুযায়ী পোষাক কিনতে আবার না কিনেও পারছেনা।আনন্দের বার্তা তাদের জন্য নিরানন্দ বয়ে এনেছে।
মাগুরা শহরের অভিজাত শাড়ী কাপড়ের দোকান ঢাকেশ্বরী শাড়ি বিতানের স্বত্বাধীকারি তাপস কুমার জানান, এ বছর বিক্রি ভাল হবে বলে মনে করছেন। ভারতীয় এবং দেশী শাড়ীর ব্যাপক সমাহার ঘটানো হয়েছে ফলে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গত বছরের তুলনায় এবার বিক্রি অনেকটা বেশি হবে বলেও তারা মনে করছে।
লিখন ফ্যশানের প্রোপ্রাইটার সৈয়দ ফজলুল ইকবাল প্রিন্স জানান, এবার মনে হচ্ছে শেষ মূহূর্তে বেচাকেনা ভালই হবে।তিনি জানান, দেশী পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা বেশি। এবারে মেয়েদের পাখি ড্রেসটা বেশি চলছে।মাগুরার বাজার ঘুরে দেখা গেছে থ্রিপিস হিসেবে নতুন এসেছে কিরন মালা, আসিকি-৩, ঝিলিক, কারিনা, শোলক,পিইউ, অরি টাপুর টুপুর, রুহি অদিতি,মাজাক কালি,হাসি-খুশিসহ ভারতীয় চ্যানেলে প্রচারিত সিরিয়ালের চরিত্রগুলোর নামে পোষাক বিক্রি হচ্ছে।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বেবী প্লাজা,নুর জাহান সপিংমল, টুনাটুনি মার্কেট, খান মার্কেট, সুপার মার্কেটসহ প্রতিটি মার্কেটে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। এ বছর মেয়েরা পাখি, পিউ, ঝিলিক ও চুড়িদাড় ড্রেস সব চেয়ে বেশি পছন্দ করছে। শিশু কিশোরদের নানা ডিজাইনের পোশাকের পাশা পাশি মেয়েদের ড্রেসের সাথে মিল রেখে চুড়ি, কানের দুল কিনতে কসমেটিক্সের দোকানেও ভিড় বাড়ছে দিন দিন। স্বল্প আয়ের লোকেরা ভিড় করছে ফুটপাতের দোকান গুলোতে। তারা ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনতে হীমসিম খাচ্ছে। আয়ের সাথে তাল রেখে ছেলে মেয়েদের জন্য কেনা কাটা করতে পারছেনা। অপর দিকে যারা জাকাত দেয় তাদের বাড়িতে অগ্রিম যোগাযোগ করে যাচ্ছেন এক শ্রেনীর গরিব লোকেরা শাড়ি লুঙ্গি পাওয়ার আশায়।
মহিলাদের শাড়ির জগতে এবারও জামদানী, কাতান, জর্জেট, টাংঙ্গাইল প্রিন্টের সাথে ভারতীয় ঝুট কাতান, নেট শাড়ী বেশি বিক্রি হচ্ছে। বাহারী সব জুতা সেন্ডেল বিক্রিতেও পিছিয়ে নেই পাদুকা ব্যবসায়ীরা।বর্তমানে শাড়ী কাপড়, দর্জির দোকানে ভিড় বেশী পরিলক্ষিত হচ্ছে\ দর্র্জির দোকানে দর্জিদের বিরাম নেই। দিন রাত এক নাগাড়ে কাজ করে যাচ্ছে। সামর্থ অনুযায়ী আগে ভাগে যার যা প্রয়োজন তা কিনতে ব্যাস্ত সময় পার করছে ক্রেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ