Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

গত ১২জুন দৈনিক ইনকিলাবের ৯পাতায় ‘ জমি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম বজলুর রহমান। তিনি তার প্রতিবাদ লিপিতে দাবী করেন কলেজ নয় মূলত ঢাকার ব্যবসায়ী রাহাত মাহমুদ, মাহফুজুর রহমান আজিজ গংরা কলেজের জমি দখলের পায়তারা চালাচ্ছে। আর বলা হয়েছে কলেজের নাম দিয়ে আওলাদ হোসেন রাঢ়ি ও তার ছেলে সাহেল রাঢ়ি কলেজের নামে ব্যক্তিগত স্বার্থে জমি দখলের চেষ্টো চালাচ্ছে। উক্ত বক্তব্যও মিথ্যা ও ভিত্তিহীন। কেননা বিষয়টি কলেজের জমিতে কলেজের সীমানা প্রাচীর নির্মান নিয়ে সেখানে তাদের জড়ানো উদ্দেশ্য প্রনোদিত ছাড়া আর কিছুই না। তিনি প্রকাশিত সংবাদে যে মানববন্ধনের কথা উল্লেখ করা হয়েছে তা সেই রাহাত মাহমুদ ও আজিজ গংদের আত্মীয় স্বজনদের নিয়ে করা হয়েছে এবং সেখানে যা বলা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।
প্রতিবেদকের বক্তব্য
সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাথে জমি নিয়ে ব্যবসায়ী রাহাত মাহমুদ গংদের যে বিবাদ চলে আসছে তা দীর্ঘদিনের বিষয়। এনিয়ে আদালতে মামলা চলছে এবং আদালত সেখানে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ দিয়েছে। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে সেখানে দেয়াল নির্মানের কাজ শুরু করলে প্রতিবাদে প্রতিপক্ষরা মানববন্ধন কর্মসূচী পালন করে। আর সেই খবর সংগ্রহের জন্য সেখানে সাংবাদিকরা যায় এবং অনেকগুলো জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সেই মানববন্ধনের খবর প্রচার হয়। খবরে যা বলা হয়েছে তা মানববন্ধন কর্মসূচী পালনকারীদের বক্তব্য সেখানে প্রতিবেদকের কোন নিজস্ব মতামত নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ