Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ধস : রাঙামাটিতে আরো দুই লাশ উদ্ধার

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ২:২৭ পিএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : পাহাড় ধসের ঘটনায় রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান।

এ নিয়ে রাঙামাটি জেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে। এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০৫ জনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার রাঙামাটি জেলায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, সকালে জুরাছড়ি থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ