বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে পুলিশের সাথে কথিত বন্দুক ও ককটেল বিনিময়ে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী আলিয়া ভুলু (৪১) নিহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে পাকশী পেপার মিলের কাছে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের ৮ জন সদস্য আহত হয়েছেন। ঈশ্বরদী থানার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যরা হলেন, পি.এসই মতিয়ার রহমান,মানিক, এসআই হাবিব এবং ৫জন কনস্টেবল।তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায় , নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল পাকশী এলাকায় যায়। পুলিশের দাবি, এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং ধাওয়া দেয়। আলিয়া ভুলু’র পায়ে ৩টি গুলি বিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। সে পাবনার ঈশ্বরদী উপজেলাধীন ফতেহ মোহাম্মদপুর এলাকার বাসিন্দা । মাদক ব্যবসায়ী অন্যরা পালিয়ে যায়। লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে একটি রিভালবার, ৩ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।