Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু সালমার খুনের রহস্য অজানা খুনিরা ধরা পড়েনি

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নির্মম খুনের শিকার মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু সালমা আক্তারের (৯) হত্যা রহস্য এখনও অজানা। আর তাই এখনও অধরা খুনীরা। পুলিশ বলছে কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কারা খুনি সে ব্যাপারে কোন ধারনা দিতে পারেনি। তারা বলছেন তাদের কোন শত্রæ নেই। নিস্পাপ এই শিশুকে কারা কেন খুন করেছে তার কোন উত্তর খুঁজে পাচ্ছে না কেউ।
নিহতের পিতা সোলায়ামান বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলাটি তদন্ত করছেন থানার এসআই পলাশ চন্দ্র। তিনি গতকাল রাতে ইনকিলাবকে বলেন, খুনের রহস্য এখন উদঘাটন করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যকারীদের সম্পর্কে ধারনা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, আমরা ওই রিপোর্টের অপেক্ষায় আছি। নিহতের পরিবারও খুনের জন্য কাউকে সুনির্দিষ্ট করে অভিযুক্ত করেনি।
মঙ্গলবার দুপুরে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ভবনের তৃতীয় তলায় আবর্জনার ভাগাড়ে সালমার লাশ পাওয়া যায়। নিহতের বাবা নগরীর বাদুরতলার শাহ আমানত সোসাইটির বাসিন্দা মোঃ সোলায়মান অটোরিকশা ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। সালমা আক্তার নগরীর বহদ্দারহাট আতাতুল ক্যাডেট মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ