Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

মমিনুল ইসলাম মুন তানোর (রাজশাহী) থেকে : রাজশাহীর তানোরে দিন বদলের ধারায় এবং এমপি ওমর ফারুক চৌধুরীর বিচক্ষতা ও রাজনৈতিক দূরদর্শীতায় শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য প্রথমেই শিক্ষা গ্রহণ প্রয়োজন, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি ততো বেশি উন্নত। আর এই বিষয়টি মাথায় রেখে এমপি ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী এলাকায় প্রথমেই শিক্ষাক্ষেত্রকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে আধুনিক ও যুগোপগী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। এসব কারণে তিনি শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি হিসেবে অন্যদের কাছে মডেল হয়ে উঠেছেন। শিক্ষাক্ষেত্রের সম্ভবনা ও সঠিক অর্জন নিয়ে আলোচনা করতে গেলে সকলেই প্রথমে এমপি ফারুক চৌধূরীর নাম স্বরণ করেন। এমনকি আওয়ামী লীগ বিরোধীরাও এমপি ফারুক চৌধূরীর প্রচেস্টায় শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন অর্জনের কথা অপকটে স্বীকার করেন।
জানা গেছে, আওয়ামী লীগ তথা মহাজোট সরকার রাষ্ট্রিয় ক্ষমতা গ্রহণের পর মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের ফলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। সনাতন পদ্ধতি পরিবর্তন করে গ্রেডিং পদ্ধতি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি কর্মসূচীর পরিধি বৃদ্ধি, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা উন্নয়নের লক্ষ্যে নতুন ভবন, বিজ্ঞান গবেষণাগার, পাঠাগার নির্মাণ এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী গ্রহণ। মাধ্যমিক স্তরে মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ব্যবস্থা ও পরিধি বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শ্রেণীর চাহিদা পুরণের লক্ষ্যে স্কুল বর্হিভূত ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য আনন্দ স্কুল, উপআনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র স¤প্রসারণ বিভিন্ন পর্যায়ে সরকারি-বেসরকারী বহুমূখী কর্মসূচী বাস্তবায়ন ও মনিটরিং উদ্যোগ গ্রহণের ফলে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অর্ন্তভুক্তিতে অভাবনীয় উন্নয়ন অর্জিত হয়েছে। এছাড়াও কোমলমতি শিক্ষার্থী শিক্ষা গ্রহণে আগ্রহ বাড়াতে মিডডে চালু ও টিফিন বক্স বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাজোট সরকার শিক্ষা ক্ষেত্রে ¯œাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, সমাজ ও ব্যক্তির জীবনমান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ৭-৮টি শিক্ষানীতি প্রণয়ন করা হলেও আলোর মূখ দেখেনি। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ প্রণয়ন করেন যার সুফল তানোরের শিক্ষার্র্থীরাও পেতে শুরু করেছেন। বিগত ২০১০ সাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী ও লেখাপড়ার প্রতি অধিক আগ্রহী করে তোলার জন্য বছরের শুরুতেই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এছাড়াও সরকার মাদরাসা শিক্ষার আধুনিকায়নে ক্যাপাসিটি বিল্ডিং ফর মাদরাসা এডুকেশন প্রকল্পের আওতায় ভোকেশনাল শিক্ষা কোর্স চালু করেছেন যার সুফল পেতে শুরু করেছে তানোরের শিক্ষার্থীরাও। তানোরে একটি কলেজ জাতীয়করণ, একটি মাধ্যমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তরিত ও ৬৭টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় জানতীয়করণ করা হয়েছে। মহাজোট সরকার শিক্ষার মানান্নোয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে পাবলিক পরীক্ষার ফলাফরে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমান সরকারের সময়ে পাবলিক পরীক্ষায় পাশের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের নেয়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য উদ্দীপনমূলক আরেকটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে এমপি ওমর ফারুক চৌধুরীর আন্তরিক প্রচেস্টায় তানোর-গোদাগাড়ী এলাকায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য উপবৃত্তি প্রকল্পে একশ’ কোটি টাকা বিশেষ বরাদ্দ করা হয়েছে। সরকারের এসব মহতী উদ্যোগের ফলে তানোরেও শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরির্তন এসেছে। মেয়েদের বৃত্তি প্রকল্পের সহায়তায় তানোরে বিপুল সংখ্যক মেয়ে শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সফলভাবে শেষ করে মাধ্যমিক শিক্ষা চালিয়ে যাচ্ছে ও মাধ্যমিক শিক্ষা সফলভাবে সম্পন্ন করতে উদ্বুদ্ধ হয়েছে। তানোরে শুধু প্রাথমিক ও মাধ্যমিক স্তরেই নয়, শিক্ষার অন্যান্য ধারায়ও প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ