বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর থানার ভিতর শালিস নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশের লাঠিচার্জ তা নিরসন হয়েছে। পুলিশ সংঘর্ষে লিপ্ত দু’পক্ষের ৪ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পিয়াপুর ইউনিয়নের আমদহ সর্দারপাড়া গ্রামের ইন্তাদুলের ছেলে হাসান আলীকে একই এলাকার আবুল কালাম নামে এক আদম ব্যবসায়ী ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাহারাইনে পাঠায়। সেখান গিয়ে কোন কাজ না পেয়ে দেশে ফিরে আসে হাসান আলী। বাড়ি ফিরে হাসান আলী আদম ব্যবসায়ী আবুল কালামের কাছে টাকা ফেরত চায়। আদম ব্যবসায়ী টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে হাসান আলী দৌলতপুর থানায় অখিযোগ করে। অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ উভয়পক্ষকে থানায় ডেকে শালিস বসিয়ে মীমাংসার জন্য বলে। পুলিশের নির্দেশ মোতাবেক দুই পক্ষের লোকজনকে নিয়ে একটি শালিস বোর্ড গঠন করে মীমাংসার জন্য বসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।