Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চুনারুঘাটে পাহাড় ধ্বসের কবল থেকে রক্ষা পেল ৩ পরিবার

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি চা বাগানের পাহাড়ের উপরে বসবাসরত ৩টি পরিবারকে পাহাড় ধ্বসের কবল থেকে রক্ষা করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলার সাতছড়ি চা বাগানের পাহাড়ের টিলার উপরে বসবাসরত স্বর্ণা তন্তবায় (৪৫), উমেশ সাঁওতাল (৪০) ও জগৎ সাঁওতাল (৪০) দীর্ঘদিন ধরে পাহাড়ের টিলায় বসবাস করে আসছেন। স¤প্রতি অতি বৃষ্টির কারণে তাদের ঘরগুলো প্রায় পাহাড় ধ্বসের কাছাকাছি চলে আসছিল। খবর পেয়ে শুক্রবার দুপুর ১টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা তাদেরকে অন্যত্র সরিয়ে নেন এবং ঘর নির্মাণের জন্য ২ বান ঢেউটিন, নগদ ২০ হাজার টাকা এবং সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশুদুল ইসলাম, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন এবং হেডম্যান জনাব চিত্ত ত্রিপুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ