Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ৫

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার শীতলিয়া রাস্তার মাথা থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছে- চৌদ্দগ্রামের উত্তরাঞ্চলের মাদক স¤্রাট জগমোহনপুর গ্রামের নবীর হোসেন প্রকাশ নবী, একই গ্রামের মৃত আলী আকবরের পুত্র মফিজুর রহমান, মৃত সোবহানের পুত্র বাহার মিয়া, শানু মিয়ার পুত্র সাহেদ, পার্শ্ববর্তী কোমারডোগা গ্রামের নুরু মিয়ার পুত্র আবদুল কুদ্দুস। কুমিল্লা ডিবি পুলিশের এএসআই মেহেদী হাসান খাঁন মামলায় উল্লেখ করেন, অস্ত্র ও মাদক পাচার হবে এমন খবরের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলিয়া রাস্তা মাথায় ওঁৎ পেতে থাকি। পরবর্তীতে মাদক ও অস্ত্র পাচারকালে নবীসহ পাঁচজনকে আটক করা হয়। আটক নবীর কাছ থেতে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতদের সাথে থাকা ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট, ১ হাজার বোতল ফেনসিডিল ও ২শ’ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। আটককৃত নবীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা ও অপর চার জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নবীর হোসেন নবী (৪০) ভারত সীমান্তের চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্পট দিয়ে মাদক পাঁচারের সিন্ডিকেট গড়ে তোলে। তার নেতৃত্বে রয়েছে মাদক বহনকারী বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এ সিন্ডিকেটের মাধ্যমে মিয়াবাজার এলাকার কোমারডোগা, কাঁঠালিয়া, কালিকৃষ্ণনগর, জামমুড়া, কেকে নগরসহ (মাড্ডা) সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ