রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : শ্বশুর বাড়িতে আল আমিন-হাওলাদার(২৬) নামের এক যুবকের খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গত বৃহস্পতিবার আদালতে চার আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে পাঠানো আসামিরা হলেন, নিহত আল-আমিনের শ্বাশুড়ি কহিনুর বেগম, চাচা শ্বশুর বজলু পেয়াদা, চাচি শ্বাশুড়ি হাওয়া বিবি ও মামা শ্বশুর ফেরদৌস মিয়া। এদিকে ঘটনার পরই মামলার মূল আসামি ফুল মিয়া বিদেশে চলে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া নিহত আল আমিনের স্ত্রী পলি আক্তার ও ডলি আক্তারকে গত বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে তাদের তিন দিনের রিমান্ডে নেয় থানা পুলিশ। রিমান্ড শেষে তাদেরকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, নিহত আল আমিনের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১ জুন ছেলেকে হত্যার অভিযোগে ৭ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।