Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বিভ্রান্তিকর তথ্য দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : সাময়িক বরখাস্তকৃত মুহ্তামিম মুফতি তাহের আনোয়ার কাসেমীর সাংবাদিক সম্মেলনে মাদ্রাসার কার্য নির্বাহী কমিটি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ও মাদ্রাসা সম্পর্কে নেতিবাচক বক্তব্য দিয়ে এর ভাব মর্যাদা ক্ষুন্ন করার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেছে জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহ্তামিম মাওলানা মোঃ আবুল কাশেম। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৪২ সাল থেকে নেত্রকোনা জেলায় দ্বীনী শিক্ষার প্রসার ও ওলামা মাশায়েখ গড়ে তুলতে ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে মাদ্রাসায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুফতি তাহের আনোয়ার কাসেমীর বিরুদ্ধে মাদ্রাসা পরিচালনায় প্রশাসনিক অদক্ষতা, দায়িত্বে অবহেলা, অনিয়মের কারণে মাদ্রাসা পরিচালনা কমিটি তাকে শোকজ ও সাময়িক বরখাস্ত করেন। তিনি আরো বলেন, বরখাস্তকৃত মুহ্তামিম গত ১১ জুন প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে মাদ্রাসার বিশাল সম্পত্তি ভোগ দখল ও কর্তৃত্ব নিয়ে পরিচালনা কমিটির সাথে শিক্ষকদের মতদ্বৈততা ও দ্ব›দ্ব কোন্দল এবং তা নিয়ে বিগত ২০১০ সালে চরম অচলাবস্থা সৃষ্টি সম্পর্কে যে সব বক্তব্য উপস্থাপন করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি তাহের কাসেমীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় মাদ্রাসা কার্য নির্বাহী কমিটির সদস্য মাওলানা ফজলুর রহমান, আলাউদ্দিন খান, কামাল উদ্দিন, সাদেক ভূঁইয়া এবং শিক্ষকবৃন্দের পক্ষে আহমাদুল হক, তাবারুকুল্লাহ, মুফ্তি পিয়ার মাহমুদ, নাজমুদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ