Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ৩:৩৭ পিএম

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ফিরিয়ে আনা রোহিঙ্গাসহ ১৯ বাংলাদেশির মধ্যে ১৮ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। একজনের স্বজন না আসায় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন জানান, মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে রোহিঙ্গাসহ ১৯ বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনা হয়। এদের মধ্যে একজন টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা এবং অন্যরা বিভিন্ন জেলার বাসিন্দা। পরে এদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়।

তিনি আরো জানান, সেখানে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ এবং তথ্য সংগ্রহ করেন। এতে মানবপাচারের ঘটনায় জড়িত দালালের নাম ও পরিচয় পাওয়া যায়। এ সব দালালের বিরুদ্ধে পাচারের শিকার ব্যক্তিদের স্ব-স্ব থানায় মামলা করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ