বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের কামারখন্দে লাল চাঁন (৩৩) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লাল চাঁন কামারখন্দ উপজেলার কর্ণ-সুতি গ্রামের ঠান্ডু মন্ডলের ছেলে ও স্থানীয় বিএনপিরকর্মী। বৃহস্পতিবার রাতে কামারখন্দ-উল্লাপাড়া অঞ্চলিক সড়কের কর্ণ-সুতি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
এঘটনায় কর্ণ-সুতি গ্রাম থেকে নুর হোসেনের ছেলে আব্দুস সালাম ও বিষা মন্ডলের ছেলে শিহাব আলী মন্ডলকে আটক করেছে পুলিশ।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় কয়েকজন লোকের সাথে লাল চাঁনের বিরোধ চলে আসছিলো।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে তারা লাল চাঁনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেয়ার পর রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পিতা ঠান্ডু মন্ডল বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।