পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা : ক্যাপ্টেন তানভির ছালাম শান্ত পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের সিংহেরা কাঠী গ্রামের মোল্লা বাড়ির মোঃ ছালাম মোল্লার একমাত্র ছেলে। আদরের নাতী ক্যাপ্টেন শান্তর এই অকাল মৃত্যু কোন ভাবেই মন থেকে মেনে নিতে পারছিলেন না দাদা আজিজ মোল্লা (৮৩)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে যখন তানভিরের দাফনের প্রস্তুতি চলছিল তা শুনেই বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের সিংহেরা কাঠী গ্রামেরর বাড়িতে বসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদা আজিজ মোল্লা।
তানভিরের ছোট চাচী ঝর্না বেগম জানান, তানভিরের মৃত্যু সংবাদ শোনার পড় থেকেই অস্তির হয়ে ওঠেন তিনি। তানভিরের মৃত্যুর খবর শুনে অনেকই গ্রামের বাড়িতে আসছেন। তাদের সবার সাথে বারবার তানভীরের স্মৃতিবিজড়িত নানা কথা বলে দুচোখের চোখের পানি ফেলছিলেন।
বুধবার বিকেলে সংবাদ সংগ্রহের জন্য ক্যাপ্টেন তানভিরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা হয় তার সাথে। সেই সময়ে তিনি ঘরের সামনে বারান্দায় একা আপন মনে বসা ছিলেন। সাংবাদিক পরিচয় পেয়ে তানভীরের স্মৃতিবিজড়িত নানা কথা বলে বারবার কান্না করছিলেন তিনি। আর বিছানার পাশে তানভীরের বিয়ের কার্ড খুঁজছিলেন।
তানভীরের চাচা মোঃ আবদুর রব রাকিব জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে তানভীরের তৈরী মসজিদে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে পিতা আর পুত্রকে হারিয়ে পুরোপুরি নির্বাক ইঞ্জিনিয়ার মোঃ ছালাম মোল্লা।
গত ১৩ জুন মঙ্গলবার কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পাহাড়ধসে বন্ধ হয়ে যায় রাঙামাটির রাস্তাঘাট। আটকা পড়েন শতশত মানুষ। তাদের উদ্ধার করতে এসে মাটির নিচে চাপা পড়েন পাশের ক্যাম্প থেকে আসা সেনাসদস্যরা। আর এতে প্রাণ হারান মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীরসহ চার সেনাসদস্য। এরা হলেন- করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। নিখোঁজ রয়েছেন সৈনিক মোঃ আজিজুর রহমান।
তানভীর ২০০৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে যোগদান করেন। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন তিনি। পরে ক্যাপ্টেন পদ মর্যাদায় পদোন্নতি পান। ২০১৬ সালে ২ সেপ্টম্বর জয়পুরহাট জেলার নাজিয়া সুলতানাকে বিয়ে করেন। সকাল সাড়ে সাতটার দিকে রোড বøক সরাতে গিয়ে ভুমি ধ্বসে নিহত হন ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম শান্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।