Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট্টমণিদের পোশাক কেনাকাটায় ব্যস্ত অভিভাবকরা

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : ছ্ট্টোমণিদের ঈদের পোশাক কেনাকাটায় অভিভাবকদের ব্যস্ততা শুরু হয়েছে। কুমিল্লা নগরীর শপিংমলগুলোর রেডিমেইড পোশাক বিক্রির দোকানগুলোতে শিশু, কিশোর-কিশোরীদের পোশাকের রঙে-ঢংয়ে বাড়তি আবহ সৃষ্টি হয়েছে। আর সেই বাড়তি আবহে বিদেশি ব্র্যান্ডের শিশু পোশাকের পাশাপাশি দেশি ফ্যাশন হাউজের শিশু পোশাকও স্থান পেয়েছে। কুমিল্লায় এবারের ঈদ বাজারে ভারত, চীন ও থাইল্যান্ডের তৈরি শিশু পোশাকের দখলে রয়েছে।
ঈদ স্পেশাল হিসেবে শিশু পোশাকের নজরকাড়া কালেকশনগুলো রোজার শুরু থেকেই ক্রেতাদের বিপুলভাবে আকর্ষিত করেছে। বিশেষ করে পনের রোজা থেকে শিশু পোশাকঘরের বিক্রেতা, বিক্রয়কর্মীরাও গলদঘর্ম হয়ে পড়ছেন ক্রেতাদের চাপে। দোকানগুলোতে দেশি পোশাকের চেয়ে বিদেশি পোষাকের আধিক্যতা রয়েছে। শিশু পোশাক বিক্রেতারা জানান, তারা দেশির চেয়ে বিদেশি পোশাকই বেশি দোকানে তুলেছেন। ভারতের বম্বে, থাইল্যান্ড, ব্যাংকক ও চীনের পোশাকের চাহিদা রয়েছে উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের কাছে। কন্যা শিশুদের জন্য ভারত, থাইল্যান্ড ও ব্যাংককের ফ্যাশন ব্রান্ড ক্যারট, অর্চনা, মাহেক ও পিটির পোশাকের চাহিদা রয়েছে। এছাড়াও সোনিয়া, তারিক, আলমস্, নিলয়, ফাস্টার, ফেয়ার লেডিসহ বেশকিছু দেশি ফ্যাশনের পোশাক এবারের ঈদ বাজারে বিদেশি পোশাকের সাথে পাল্লা দিয়েছে। ভারতীয় হিন্দি ও বাংলা সিরিয়ালের নামেও শিশুদের পোশাকের নামকরণ করেছেন দোকানিরা।
এবারের ঈদে রঙের ক্ষেত্রে শিশুদের পোশাকে নীল, সাদা, গোলাপী, হলুদ মেরুন ও সবুজ প্রাধান্য পেয়েছে। ছোট্র সোনামণিদের উচ্ছ¡াস ঘিরে পোশাক ঘরগুলোতে রয়েছে অসংখ্য ডিজাইনের বিশাল আয়োজন। ছেলে শিশুদের পোষাকে এবারে রঙে ও কাজে বৈচিত্র্যতা এসেছে। কন্যাশিশুদের পার্টি ফ্রগ, টপস্, স্কার্ট ও থ্রিপিসে বøক, ষ্টোন ও সুতার কারুকাজ রয়েছে। ঈদে গরম আবহাওয়া থাকতে পারে এমন সম্ভাবনায় অভিভাবকরা ছেলে শিশুদের টিশার্ট, হাফশার্ট ও কন্যা শিশুদের ফ্রগের ক্ষেত্রে ম্যাগিহাতা পোশাকের উপর গুরুত্ব দিচ্ছেন। কন্যা শিশুদের জর্জেট কাপড়ের টপস, স্কাট, রাউন্ড ফ্রগ ও প্লাজু পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। নগরীর মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, সাইবার ট্রেড, নূর মার্কেট, হোসনেআরা ম্যানসন, কান্দিরপাড়ের চৌরঙ্গী শপিং সেন্টার, রামঘাট এলাকায় বিবি সমতট, কুমিল্লা টাওয়ার, রেইসকোর্সে ইস্টার্ণ এয়াকুব প্লাজা, পুলিশ কমপ্লেক্স সুপার মার্কেট, নিউ মার্কেট, টাউনহল সুপার মার্কেট ও নজরুল এভিনিউতে আড়ংসহ দেশিয় বয়েকটি ব্র্যান্ডের শো-রুম ঘুরে গতকাল দেখা গেছে ছোট্টমণিদের পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিভাবকরা। নগরীর শপিংমলে ছোট সন্তানদের সঙ্গে নিয়ে বাবা-মায়েরা এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন আর পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। নগরীর সাত্তার খান শপিং কমপ্লেক্সে শিশুদের পোশাকঘর নিউ রিলেশানের পরিচালক আবুল কাশেম বলেন, এবারে শিশুদের পোশাকের ডিজাইনে বৈচিত্র্যতা রয়েছে। বিদেশি পোশাকের পাশাপাশি দেশিয় ফ্যাশন হাউজের পোশাকেরও চাহিদা কম নয়, আমরা দেশি-বিদেশী দু’ধরণের পোশাকই বিক্রি করছি। দশ রোজার পর থেকেই শিশুদের পোশাক বিক্রির মাত্রা বেড়েছে। এখন থেকে ঈদের আগের রাত পর্যন্ত পোশাক বিক্রি বাড়তেই থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ