Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যাক্সের বোঝা চাপিয়ে সরকার প্রমাণ করেছে তারা জনবান্ধব নয় -আল্লামা মামুনুল হক

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব আল্লামা হাফেজ মামুনুল হক বলেছেন, যে সরকার জনগনের উপর ট্যাক্স চাপিয়ে দেয়, তারা কোন দিন জনবান্ধব সরকার হতে পারে না। আর আওয়ামী লীগ সরকার জনগনের উপর ট্যাক্স’র বোঝা চাপিয়ে দিয়ে এ সত্যটাই প্রমান করেছে। তিনি গত বুধবার বিকেলে নরসিংদী পৌর মিলনাতয়নে বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখা আয়োজিত তাফসিরিুল কোরআন ও ইফতার মাহফিলে প্রধান আলোচককের ভাষণে এ কথা বলেন। মাওলানা খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল নুর পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা আতাহার আলী, মাওলানা আব্দুন নূর, মাওলানা জাকারিয়া, মাওলানা সুলতান উদ্দিন নূরী ও মাওলানা ইলয়াছ শেরপুরী।
আল্লামা হাফেজ মামুনুল হক বলেন, আল্লাহ ভীতির জন্য, তাকওয়া অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালা রোজা প্রবর্তন করেছেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। আল্লাহ’র বাজেটের কোন ঘাটতি নেই। চালের ঘাটতি হলে সরকার বলে বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান। গরুর গোশতের মুল্য বাড়লে সরকারের লোকজন গরু খাওয়াকে নিরুৎসাহিত করে। আল্লাহর খাজানাতে কোন কিছুরই ঘাতটি নেই। আল্লাহর বাজেট পেতে হলে তাকওয়া অর্জন করতে হবে। পরহেজগারী অর্জন করতে হবে। তিনি বলেন, জনবান্ধব রাষ্ট্র গঠণ এবং সঠিক বাজেট প্রনয়ন খেলাফত মজলিশের পক্ষেই সম্ভব। রোজার মাসে মুসলিম দেশগুলোতে রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থায় ছাড় দেয়া হয়। রোজা রাখার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়। কিন্তু বাংলাদেশে রোজা এলে রোজাদারদের জন্য সৃষ্টি হয় চরম প্রতিকুল অবস্থা। দেশের সরকারগুলো রোজাদারদের জন্য কোন কল্যান করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহ খেলাফত কায়েম করতে না পারলে দেশের মানুষের কোন কল্যান সাধিত হবে না। খেলাফত মজলিশই একমাত্র জমিনে খেলাফত কায়েম করে একটি জনবান্ধব ও জনকল্যান মূলক সরকার গঠন করতে পারবে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ