Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : শাটলের পরিবর্তে ঠাকুরগাঁও থেকে ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের চৌরাস্তায় নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্সসহ বক্তারা বলেন, প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যায়ে ঠাকুরগাঁও-পঞ্চগড়েরর রেল পথকে আধুনিকায়ন করা হলেও লোক দেখানোর জন্য ঈদের আগে রেল মন্ত্রণালয় ২০টি সিট দিয়ে দিনাজপুর পর্যন্ত শাটল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। আমরা ঠাকুরগাঁওবাসী এ সিদ্ধান্তকে প্রত্যাহার করছি। অবিলম্বে ঠাকুরগাঁও থেকে ঢাকা আন্তনগর ট্রেন চালু করা না হলে শাটল ট্রেন বন্ধে আন্দোলন আরো জোরদার করা হবে। মানববন্ধন কর্মসুচি পালন ছাড়াও, অবস্থান কর্মসুচি, গণসাক্ষর ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রী ও রেলমন্ত্রনালয়ের বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, লেখক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিরা একাত্ততা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ