রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : শাটলের পরিবর্তে ঠাকুরগাঁও থেকে ঢাকা সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের চৌরাস্তায় নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্সসহ বক্তারা বলেন, প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যায়ে ঠাকুরগাঁও-পঞ্চগড়েরর রেল পথকে আধুনিকায়ন করা হলেও লোক দেখানোর জন্য ঈদের আগে রেল মন্ত্রণালয় ২০টি সিট দিয়ে দিনাজপুর পর্যন্ত শাটল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। আমরা ঠাকুরগাঁওবাসী এ সিদ্ধান্তকে প্রত্যাহার করছি। অবিলম্বে ঠাকুরগাঁও থেকে ঢাকা আন্তনগর ট্রেন চালু করা না হলে শাটল ট্রেন বন্ধে আন্দোলন আরো জোরদার করা হবে। মানববন্ধন কর্মসুচি পালন ছাড়াও, অবস্থান কর্মসুচি, গণসাক্ষর ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রী ও রেলমন্ত্রনালয়ের বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, লেখক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিরা একাত্ততা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।