রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুর সদর উপজেলার মো: আরিফ ফরাজী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আরিফ ফরাজী পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামের মো: আজাহার উদ্দিন ফরাজীর ছেলে। আদালত সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ১১ জানুয়ারি দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা পিরোজপুর পৌরসভার বড় খলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আরিফকে আটক করা হয়। ওই দিন রাতেই র্যাবের ডিএডি লিয়াকত আলী বাদী হয়ে আরিফের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। ওই বছর ১০ ফেব্রæয়ারী পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক মৃনাল চন্দ্র সিকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ গ্রহন শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার এ রায় দেন। এপিপি জহিরুল ইসলাম রাষ্ট্র পক্ষের মালাটি পরিচালনা করেন আর আসামী পক্ষের কৌশলী ছিলেন আহসানুল কবির বাদল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।