Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিল

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ‘শেখ হাসিনা সরকারের আমলে দেশের যেসব উন্নয়ন হয় অন্য কোন সরকার তা করতে পারে না। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার বার বার দরকার। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় নিয়ে আসবো’ বললেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বুধবার সন্ধ্যায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আ: হাকিম সরকার, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সহ: সভাপতি লায়ন এম এ রহিম, যুগ্মসম্পাদক চন্দন কুমার চংদান, অর্থ সম্পাদক আলউদ্দীন সরকার, ইনছান আলী, আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বড়পুকুরিয়ার বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর আলী। ইফতার মাহফিলে স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও জাতীয় স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ