Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৮

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিক্সা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে পুলেরঘাট থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে কটিয়াদী বাজারে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পাকুন্দিয়ার অব. স্কুল শিক্ষক আব্দুল আজিজ (৮০)। গুরুতর আহত টমটম চালক মো. খোকন মিয়া (৪০)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত যাত্রী বিল্লাল মিয়া, অহিদ মিয়া, ছোরাইয়া, এমরান, অটোচালক শাজাহান ও অজ্ঞাত ৩ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়ব জানান, গুরুত্বর আহত খোকন মিয়াকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়। বিল্লাল মিয়া, ছোরাইয়া ও এমরানকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। টমটম ও অটোরিকশাটি আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ