Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রেতাদের পদচারণায় সরগরম সান্তাহারে ঈদ বাজার

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : বগুড়ার সান্তাহার শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজানের প্রথম সপ্তাহে দোকানে তেমন কোন বেঁচাকেনা না হলেও রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটা করছে। শহরের সদর পথ সোনার বাংলা মার্কেট সোহাগ মার্কেট মতি মার্কেট উপহার মার্কেটসহ শহরের সবগুলো মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। বিশেষ করে এসব মার্কেটগুলোতে নারী ক্রেতাদের সংখ্যা বেশি। এবার ঈদকে সামনে রেখে ছেলেদের খান্দানী মুকুট মসলিম ও কালেকশান পাঞ্জাবি ছোট বাচ্চাদের বাহুবলি ২ কাটাপ্পা, কোটি সেট, মেয়েদের দেশি-বিদেশি থ্রী-পিস ঢাকার মীরপুরী জামদানী টাঙ্গাইলের বালুচুরি সাউথ কাতান রেশম সিল্ক, আরংঙ্গ শাড়ী বেশি বিক্রি হচ্ছে বলে স্থানীয় দোকানীরা জানান। শহরের সদর পথের তালুকদার বস্ত্রালয়ের মালিক কবির হোসেনের সাথে কথা বললে তিনি জানান, গত বছরের চেয়ে এবার বেচাকেনা এখন পর্যন্ত কিছুটা বেশি মনে হচ্ছে। তবে আরো কয়েকদিন বাকি রয়েছে, আরও কয়েক দিন পার হলে ভাল মন্দ বলা সম্ভব হবে। স্বজল মার্কেটের গোলাম মোস্তফা, সোনার বাংলা মার্কেটের নিজাম দেওয়ান বলেন বেচাকেনার গতি বেশ ভালো, যেভাবে চলছে এভাবে চললে গত বছরের চেয়ে এবার ব্যাবসা ভালো হবে। স্বজল মার্কেটে কেনাকাট নিয়ে কথা হয় সান্তাহার পৌর এলাকার কৃষক আব্দুল মজিদ ও তার স্ত্রী ববিতার সাথে মজিদ ও তার স্ত্রী বলেন বাবা-মা ছেলে মেয়েসহ পরিবারের সাবার জন্য কেনাকাটা করছি। এবার কোন সমস্যা হচ্ছে না কারণ এবার ধানের মূল্য বেশি গত বছর ৬শ’ টাকায় ধান বিক্রি করেছিলাম এবার সাড়ে ১১শ’ টাকা দরে বিক্রি করেছি। এজন্য এবার ঈদের কেনাকাটা বেশ ভালোই হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ