Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বন্ধুর ছুরিকাঘাতে নিহত

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিঘাতে রাতুল (১৬) নামে আরেক বন্ধু নিহত হয়েছে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাতুল পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আজিম মিয়ার ছেলে। সে স্থানীয় গ্যাস ফিল্ডস্ স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় সাইপুল নামে রাতুলের অপর বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আশা নামে এক কিশোরীর ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পৌর শহরের কান্দিপাড়া এলাকার সৌরভ নামে এক কিশোরের সঙ্গে রাতুল ও সাইফুলের বিরোধ চলছিল। রাতে সৌরভ কথার বলার জন্য রাতুল ও সাইফুলকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনে। সেখানে সৌরভের সঙ্গে তার কয়েকজন সহযোগীও ছিল। এসময় সৌরভের সঙ্গে রাতুল ও সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌরভ ও তার সহযোগীরা রাতুল ও সাইফুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাতুল ও সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মূসা রাতুলকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, অভিযুক্ত সৌরভকে গ্রেফতারের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ