Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ)উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোটালীপাড়া-রাজৈর সড়কে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কের ওপরে ভাঙ্গা টিন মেশিন পত্র ও ময়লা আবর্জনা রেখে জন সাধারন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে মান্দ্রা গ্রামের হাফিজ উদ্দিন শেখ (৫৫) কে ১০ হাজার টাকা, রাস্তার উপরে তেল বিক্রি ও ড্রাম রাখার অপরাধে দিঘলিয়া গ্রামের কামরুজ্জামান (৪০) কে ১০ হাজার টাকা, রাস্তার উপরে অবৈধ ভাবে দোকান নির্মাণ করে মৎস্য আড়ৎ তৈরি করার অপরাধে ছোট দিঘলিয়া গ্রামের অশোক দত্ত (২৮) কে ৩ হাজার ও একই অপরাধে দিঘলিয়া গ্রামের কবির লস্কর (৪৫) কে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন। এ সময় রাধাগঞ্জ ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা রফিকুল ইসলাম, কোটালীপাড়া থানার এস,আই আবুল কালাম ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের এ এস আই রবিন, এ এস আই আল মামুন ও নির্বাহী অফিসারের একান্ত সহকারী (সিএ) রুমান সিকদার উপস্থিত ছিলেন। এছাড়াও রাস্তার ওপর রড, পাথর ও বালু রাখার অপরাধে নারায়ন দাম নামের এক ঠিকাদারের ১৬ বস্তা কুচি পাথর ও ৫ বস্তা সিলেট সান বালু বাজেয়াপ্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ