রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : চলতি রমজান মাসে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ১৫ দিন ধরে পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনিতেই প্রচন্ড গরমে রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত, তার ওপর ইফতার, তারাবী এমনকি সেহেরীর সময়ও বিদ্যুৎ না থাকায় অতিষ্ট হয়ে পড়েছেন উপজেলার গ্রাহকরা। ২৪ ঘন্টায় কমপক্ষে ১৫/২০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করার কারণে সর্ব সাকুল্যে ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা। ফলে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, মিল-চাতাল সর্বত্রই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত সোমবার মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে লোডশেডিং চলার কারণে অনেক অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মোমবাতি জ¦ালিয়ে দাপ্তরিক কাজকর্ম করতে দেখা গেছে। অব্যাহত লোডশেডিং এর কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ উপজেলার কম্পিউটার-ফটোস্ট্যাট ব্যবসায়ী, অটোরিক্সা চালক, ওয়েল্ডিং ও লেদ ব্যবসায়ী, পোল্ট্রি ও ব্রয়লার খামারী এবং শিক্ষার্থীরা। বারাইতারী গ্রামের অটোরিক্সা চালক জাইদুল হক, খলিশা কোটাল গ্রামের এনামুল হক ও কবির মামুদ গ্রামের রফিকুল ইসলাম জানান, লোড শেডিং-এর কারনে অটোরিক্সার ব্যাটারী ঠিকমত চার্জ না হওয়ায় তারা ২/৩ ঘন্টার বেশি সময় যাত্রী বহন করতে পারছেন না। ফলে গত ১৫ দিনে রোজগার অনেক কম হয়েছে। ফুলবাড়ী উপজেলা সদরের কম্পিউটার-ফটোস্ট্যাট ব্যবসায়ী তহিদুল ইসলাম,ফুলবাড়ী পোস্ট-ই-সেন্টারের পরিচালক বিশ্বনাথ রায়,ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নবিউল ইসলাম জানান, সারাদিনে ২/৩ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। কাজের প্রচুর চাপ থাকার পরও বিদ্যুতের অভাবে ১৫ দিন থেকে কাজ করতে পারছি না। সময় মত ডেলিভেরী দিতে না পারায় গ্রাহকদের কথা শুনতে হচ্ছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পোল্ট্রি খামারী ইয়াদুল হক,ডলার মিয়া, ব্রয়লার খামারী হায়দার আলী জানান, অব্যাহত লোডশেডিংয়ে জেনারেটর চালিয়ে খামারের মুরগী টিকিয়ে রাখা হচ্ছে। জেনারেটর মেইন্ট্যানেন্স খরচের কারণে এ মাসে খামারে লোকসানের সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোরশেদ আলম জানান, মেইন লাইনের সমস্যার কারনে ঘন ঘন মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। লাইন মেরামতের কাজ চলছে, অতি তাড়াতাড়ি লোডশেডিং কমে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।