Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গাড়ি মেকানিক নিহত

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ৩:০৪ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বিকল গাড়ি মেরামত করতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন নামে এক গাড়ি মেকানিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় পার্শ্ববর্তী নাটাপাড়া গ্রামের মমিন নামের আরও এক মেকানিক আহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম মিয়া জানান, মোশারফ হোসেন (২৫) চট্টগ্রামমুখী বিকল হওয়া কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৮০২৫) মেরামত করছিল। হঠাৎ করে চট্টগ্রামমুখী দ্রুতগামী অপর কভাডর্ভান (ঝালকাঠি-ট-১১-০০৯২) ওই কভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন নিহত হন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশটি উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ