Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১১:৩০ এএম

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮০ কেজি কিসমিস, এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা থেকে চারজন, কালীগঞ্জ থানা থেকে চারজন, শ্যামনগর থানা থেকে চারজন, আশাশুনি থানা থেকে আটজন, দেবহাটা থানা থেকে ৯ জন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ