বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা
যশোরের চৌগাছায় অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৬ নারীকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গতকাল বুধবার সকালে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলার বাজার নামক স্থানে এই ৬ জন মহিলা অবস্থান করছিল। স্থানীয় লোকজনের তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। লোকজন তাদের বাড়ী কোথায় ? যাবেন কোথায়? জানতে চাইলে তারা কেউ বলেন আমরা ভারতে যাবো। আবার কেউ কেঊ বলেন আমরা কাজের সন্ধানে এসেছি। এক পর্যায়ে ঐ মহিলাদের গতিবিধি ও চলাফেরা সন্দেহ ভাজন হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ৬ জন মহিলাকে সন্দেহভাজন ভাবে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন ব্রা²মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ফরিদ উদ্দীন মিয়ার স্ত্রী হুসনেয়ারা বেগম (৪০), মনিরুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮), সহেল রানার স্ত্রী আলেকজান বিবি (২৫), সবুজ হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (২০), তিতু মিয়ার স্ত্রী জরিনা বেগম (২০) ও ইউছুপ আলীর কন্যা রাবেয়া খাতুন (১৮)। এদিকে একটি সূত্রে প্রকাশ আটক মহিলারা যশোরের চাচড়া এলাকায় একটি বাড়ীতে ভাড়া থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।