বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রক্ত দিতে হবে। এক্ষনি দিতে হবে প্রায়শই রক্ত দিতে হবে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রাজশাহীতে পালিত হলো বিশ্বরক্তদাতা দিবস-১৭। এ উপলক্ষে রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র রাজশাহীর উদ্যোগে স্থানীয় এক রেস্তরায় আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের। এতে অংশ নেন রক্তদাতা ও রক্তদানে উদ্বুদ্ধ করন সংগঠন সমূহের প্রতিনিধিরা। এবার ১৩টি প্রতিষ্ঠানকে রক্তদান আন্দোলনে ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। এরা হলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঁধন, কোয়ান্টাম, সূর্যকিরন, হিমোফেলিয়া সোসাইটি, স্পর্স, আরএমপি বøাড ডোনার্স ক্লাব, নীরব, শাহকৃষি তথ্য পাঠাগার, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট ইনষ্টিটিউট এছাড়া ব্যাক্তিগত ভাবে অবদান রাখার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক নুরুল হাসেন চৌধুরী, নিয়ামতপুরের সংগঠক মো: সেলিম উদ্দিনকে সম্মাননা দেয়া হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিট সেক্রেটারী প্রফেসর ড. সরওয়ার জাহান সজল। উপস্থিত সংগঠন সমূহের মধ্যে মো: বেলাল হোসেন, রাসেলুর রহমান, আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের রক্তরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মুর্শেদ জামান মিয়া, উদয়ন ম্যাটসের মি: সিক্দার, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ড. আওয়াল, রাবি শিক্ষক ও আজীবন সদস্য ফারহানা বিনতে হাবিব, নির্বাহী সদস্য এলাহী বক্স মন্ডল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।