Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ফান্দাউক দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গত মঙ্গলবার বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের উদ্যোগে বি-বাড়ীয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায়ে এবারও আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর ও ফান্দাউক দরবার শরীফের পীর মূফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর সভাপতিত্বে পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনীর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ইমদাদুল্লাহ আব্বাসী জৈনপুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ফান্দাউক ইউপির চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,বামৈ ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান,ছাতিয়াইন ইউপির সাবেক চেয়ারম্যান কায়েস চৌধুরী,বিশিষ্ট শিল্পপতি জাকারিয়া চৌধুরী,জাজ রটোপ্লেক্সের এমডি ছানী চৌধুরী,সায়হাম গ্রুপের কর্মকর্তা মুত্তাকীন চৌধুরী, সৈয়দ মো: রাসেল মদিনাতুল উলুম মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর ভুইয়া, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মাওলানা হাফেজ আব্দুর রহমান হানাফী,মাওলানা মূফতি শাহ আলম, পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মস্তোফা আল-হোসাইনী, মাওলানা সৈয়দ জাকারীয়া আহমাদ সাত্তারী, সৈয়দ আশ্রাফ উদ্দীন শামীম,মোঃ সুমন প্রমূখ। এসময় বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম,বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহল, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,মুরিদান,ভক্তবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত করেন ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মূফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী । পরে দেশ ও জাতীর কল্যাণ, সমৃদ্ধি, ঐক্য, মঙ্গল এবং মৃর্দা মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ