Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাক নাট্যদলের নতুন দুই নাটক

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: শুরু হলো লোক নাট্যদলের নতুন দু’টি নাটকের মহড়া। একটি ‘অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা’ এবং অন্যটি ‘রাজকুমারী সুন্দরীবালা’। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আতœজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দু’টিকে উপজীব্য করে আগামী ৩ মাসের মধ্যে লোক নাট্যদল নাটকটি মঞ্চে আনার লক্ষ্যে মহড়া শুরু করেছে। লোক নাট্যদলের প্রায় ৩০জন অভিনয়শিল্পী এই নাটকে অভিনয় করছে। নাটকটির পরিকল্পনা, নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আতœজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে নাটকটির কাহিনী বিন্যাস করা হয়েছে। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু আমৃত্যু যে সংগ্রাম করেছেন, একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উচু করে দাঁড়াবার জন্য যে প্রেরণা যুগিয়েছেন নাটকটিতে তা তুলে ধরা হবে। এছাড়া সুন্দরীবালা ওরফে রাজকুমারী এবং খুলনার চুকনগরের নির্মম গণহত্যার উপর উপজীব্য করে লোক নাট্যদল ‘রাজকুমারী সুন্দরীবালা’ নামে একটি নাটক মঞ্চে আনার লক্ষ্যে মহড়া শুরু করেছে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। আগামি তিনমাসের মধ্যে নাটকটি মঞ্চে আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ