Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন : রোজা কি ও কেন, বুঝিয়ে বলুন?

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

উত্তর : আল্লাহর নৈকট্য ও রেজামন্দি হাসিল করার জন্য বৎসরে কয়েকটি দিন বা মাস আসে, তার মধ্যে একটি মাস হলো রোজার মাস। আরবী ১২ মাসের একটি মাসের নাম হলো রমজান মাস আর এই রমজান মাসেই আল্লাহ পাক আমদের উপর রোজাকে ফরজ করেছেন। রোজা শব্দটি ফারসি , এর আরবী হলো সওম। সওম শব্দটি বাবে নাসারার মাসদার এর অর্থ হলো বিরত থাকা। ইংরেজীতে বলা হয় ঋধংঃরহম মহান আল্লাহর সন্তোষ্টি অর্জনের নিমিত্তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য , পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই সওম।সওম বা সিয়াম হলো প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম নরনারী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাধ্যতা মূলক ভাবে পানাহার ও স্ত্রী সহবাস এবং অশ্লীল, গর্হিত প্রভৃতি কাজকর্ম, কথাবার্তা থেকে বিরত থাকা।(ফাতহুল বারি)।
ব্যক্তির আধ্যাত্মিক চরিত্রের উৎকর্ষ সাধন ও তাকওয়ার প্রশিক্ষন গ্রহনের নিমিত্তে ইসলামে সাওমের বিধান প্রবর্তন করা হয়েছে। নৈতিকতা ও চরিত্র গঠনে সওম বা রোজার ভূমিকা অপরিসীম। মহানবি (স:) এর হাদিস গুলোতে রমজানের রোজার গুরুত্ব মহা পুরুষ্কার ও মর্যাদার কথা বিবৃত হয়েছে।
রাসুল (স:) বলেন আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব ১০গুন থেকে ৭০গুন পর্যন্ত বৃদ্ধি করা হবে। আল্লাহ তায়ালা বলেন, রোজার সওয়াবের ব্যাপারে কোন সীমাবদ্ধতা নেই। কেননা বান্দা আমার সন্তুষ্টির জন্যই রোজা রাখে। তাই আমি বিশেষ ভাবে স্বীয় তত্ত¡াবধানে তার প্রতিদান প্রদান করব।(সুবহানাল্লাহ) রাসুল (স:) আরও বলেন রোজাদারদের জন্য দুইটি আনন্দঘন মুহুর্ত রয়েছে। একটি হলো দিনভর রোজা রাখার পর ইফতার গ্রহনের সময় এবং দ্বিতীয়টি হলো পরকালে তার প্রভুর সাক্ষাৎ লাভের সময়। নবীজি (স:) বলেন হে আমার সাহাবারা তোমরা জেনে রাখ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তায়ালার কাছে মিশকে আম্বরের চেয়ে অতীব উৎকৃষ্ট।(সুবহানাল্লাহ)
রাসুল (স:) আরও বলেন যে ব্যাক্তি বিশ্বাসের সঙ্গে ও নেকীর আশায় রমজানের রোজা রাখাবে আল্লাহ তায়ালা তার আগের গোনাহ গুলো মাফ করে দিবেন। এবং বিভিন্ন ধরনের অপরাধ থেকে বাচার জন্য রোজা হলো ঢাল স্বরূপ।অতএব আমরা যারা ইচ্ছা করে রোজা পরিহার করি তাদের নিকট আমি গুনাহ গারের পক্ষ থেকে আকুল আবেদন, আমরা যেন রোজা পরিহার না করি। যত কষ্টই হউক আমরা রোজাকে পরিহার না করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামজ ও রোজা গুলি রাখার তৌফিক এনায়েত ফরমান। (আমীন)
উত্তর দিচ্ছেন : এ.কে.এম মুহিব্বুল্লাহ হাশেমী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ