Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও ইউপি সদস্য দুদকের হাতে আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ৪:২০ পিএম

সাতক্ষীরায় ঘুষের টাকাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজী মনিরুর রশিদকে গ্রেফতার করেছে দুদক। এসময় ঘুষ প্রদানে সহায়তাকারী হিসেবে ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করা হয়েছে।

১৪ জুন বুধবার দুপুরে জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়।

খুলনা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক ড. আবুল হোসেন জানান, আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ইউনুচ আলীর কাছে মিউটেশন করে দেওয়ার নাম করে আট হাজার টাকা ঘুষ দাবী করে ভূমি কর্মকর্তা। যার সরকারি ফি ১১৫০ টাকা মাত্র। ইউনুচ আলী ঘটনাটি দুদকে জানালে বুধবার ওই অফিসে অভিযান চালায় দুদক। সেখান থেকে ঘুষের সাত হাজার টাকাসহ মনিরুরকে আটক করা হয়। এ ঘটনায় সহায়তাকারী হিসেবে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকেও আটক করেছে দুদক।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বকচরা গ্রামের বৃদ্ধ ইউনুচের কাছ থেকে মিউটেশন বাবদ ভূমি কর্মকর্তা মনিরুর আট হাজার টাকা দাবী করে।

তিনি আরো বলেন, আমি নিজে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সাথে ঘুষের টাকা কম নেওয়ার জন্য বলেছি। কিন্তু তিনি কথা রাখেননি। ইউনুচ আলী দুদককে বিষয়টি জানলে দুদক কর্মকর্তারা ঘুষের সাত হাজার টাকাসহ দুর্নীতিবাজ কর্মকর্তা মনিরুর রশিদকে আটক করে। এসময় ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয় সহায়তাকারী হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ