Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএসএফের পাথরের আঘাতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ২:২৫ পিএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারি সীমান্তে বিএসএফের ছোড়া পাথরে আঘাতপ্রাপ্ত নিখোঁজ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম নুর হোসেন(২৫)। নুর হোসেন ওই গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে।

বুধবার ভোরে উপজেলার বারবান্দা গ্রামে জিনজিরা নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

সোমবার গভীর রাতে কালো নদীর উপর কালোরচর ব্রিজের নিচ দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু পাচার করে আনার সময় ভারতের সাহাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের উপর পাথর নিক্ষেপ করে। এতে নুর হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে ডুবে যান।

রৌমারি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ