Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ স্বাভাবিক

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০৪ পিএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : টানা বর্ষণ ও পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ থাকার ২৫ ঘণ্টা পর বুধবার বেলা ১১টা থেকে উভয় সড়কে যান চলাচল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বান্দরবান-চট্টগ্রাম সড়কের মেঘলা এলাকায় গাছ পড়ে ও পাহাড় ধসে এবং সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার সড়ক পথ পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে বন্যার পানি নেমে যাওয়ায় উভয় সড়কে যান চলাচল শুরু হয়েছে।

পূরবী পরিবহনের সার্ভিস ম্যানেজার পরিতোষ দাশ বলেন, সকাল থেকে বান্দরবান চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু হয়েছে।

এদিকে প্রবল বর্ষণ ও পাহাড় ধসে বান্দরবানে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে বুধবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবানে আসছেন।

বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বান্দরবান এসে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং নিহতদের পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ